Monday, November 12, 2007

হিযবুত তাহরির এর কিছু ছবি...

১) ধর্ম ভিত্তিক রাষ্ট্র পাকিস্তান ভেঙ্গে হল বাংলাদেশ... এর মুলেই ছিল ধর্মনিরপেক্ষতা
২) স্বাধিন বাংলাদেশে বঙ্গবন্ধু তার প্রথম ভাষনে ঘোষনা দিলেন - "আমরা হলাম দ্বিতীয় ভৃহত্তম মুসলিম রাষ্ট্র..."
৩) বঙ্গবন্ধু বেচে থাকা অবস্থাতেই বিদায়ি সম্ভাষন "জয় বাংলা" থেকে হল "খোহাহাফেজ"... সেতা আবার উটের পিঠে করে কখন যেন হয়ে গেল "আল্লাহ হাফেজ"
৪) ওয়াইসি তে আমরা ৭৫ এর আগেই যোগ দিলাম
৫) ঘোষক সাহেব "বিসমিল্লাহ" ঢুকালেন সংবিধানে
৬) পুনরবাসিত করলেন দেশ-বিরোধীদের
৭) মাফ করলেন তাদের যারা ছিলেন চিহ্নিত যুদ্ধাপরাধি (আর ঘটনা ক্রমে বঙ্গবন্ধুর ঘাড়ে পড়লো সব দোষ)
৮) শাহ আজিজ হল প্রধান মন্ত্রি
৯) সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা উঠানো হল এরশাদের আমলে -
ব্যাস - কেল্লা ফতেহ। এরপর তো আর কোন বাধা থাকে না - তাই না? সব ধর্ম-ভিত্তিক রাজনৈতিক দল ই লাইসেন্স পেল - ভোটে গেল - বড় দলগুলোর সাথে এক-ই মঞ্চে এসে দাড়াল... অবস্থাটা এখন এমন যে প্রধান ইলেক্সন কমিশনার বলছেন - আপনারাই তো এই অবস্থা করেছেন - এখন বলেন আমরা কি করতে পারি..."ভাবখানা এমন যেন উনারা যদি না করতেন, তাহলে অবশ্যই জামাতের রাজনিতি না করার দাবি মেনে নেওয়া হত! কিন্তু, এই টোপ তো আমাদের রাজনৈতিক দলগুলোই তুলে দিয়েছে, তাই না? কিন্তু - আসল কথা হল... গনতন্রের সাথে ধর্ম-ভিত্তিক রাজনিতি যা নাকি ইসলামি শাষন্তন্র কায়েম করতে চায় সেতা কখনই যায় না। আল্লাহর তন্র আর মানুষের তন্র কি এক হতে পারে - আপনারাই বলেন।ইতিহাসের পাতায় আমাদের হেরে যাওয়ার ইতিহাসই ভর্তি... ছবি গুলো সেতাই বলে দিচ্ছে... তাও আবার স্বাধিনতার ৩৮ বছর পর!!!

জামাতের এদেশে রাজনিতি করার কোন অধিকার নেই!

অনেক দিন হল এই আইন চালু আছে। ৭২ এর সংবিধান অনুযায়ি ধর্মীয় রাজনিতি বন্ধ করা যেত, কিন্তু সেটা বদলিয়ে ফেলা হয়েছিল পরবর্তি সামরিক শাশনামলে। কিন্তু, ৭৪ এর স্পেসাল পাওয়ারস এক্ট এ সেই অধ্যাদেশ রয়েই গিয়েছিল এবং সেটা কোন গনতান্ত্রিক বা সামরিক সরকার পরে আর বাদ দেয়নি।তার মানে কি দাড়ালো তাহলে? আমার চিন্তায় এর মানে দাঁড়ায়, জামাত এবং অন্যান্য সব ধর্মীয় রাজনিতি করা দলগুলোর “ডিসকোওয়ালিফিকেশন” জারী করা এই ইলেকশন কমিশনের পক্ষে খুবই সম্ভব একটা ব্যপার। রাজনৈতিক সদিচ্ছা আছে কি না সেটা হয়তো এখান থেকেই বোঝা যাবে।প্রসঙ্গতঃ উল্লেখ্য যে কমিশনার সামসুল হুদা আদর্শিক ভাবে এই মর্মে জাসদের সাথে একমত পোষন করেছেন। আপনারা কে কি ভাবছেন এই ব্যপারে - জানাবেন। প্রসঙ্গতঃ আমি বলতে চাই - নিজেকে খুঁজে পাওয়ার যেই প্রক্রিয়া এই ব্লগে আমি শুরু করেছি, দেশের ইতিহাসের সাথে তার যোগাযোগ কিন্তু ওতপ্রতোভাবে জড়িত। কেমন করে? সেটা পরিস্কার হয়ে যাবে... as we go along...

প্রথম বাংলা পোস্ট

This is only a test post. I want to check if AVRO works in BLOGSPOT. আমি বুঝতে চাই directly কি ব্যপারটা কাজ করবে, নাকি indirectly কাজ করবে। Wonder what will happed if I copy and paste materials from MS Word of something? Let's see... this is a copy and paste part... ______________________________________ তুমি কি দেখেছো, পাহাড়ি ঝরনা কিছু তো বুঝে না কিছু তো মানে না অথচ কত সুন্দর পাহাড়ি ঝরনা... তুমি কি দেখেছো, পাহাড়ি ঝরনা কিছু তো বুঝে না কিছু তো মানে না অথচ কত সুন্দর পাহাড়ি ঝরনা... ______________________________________