১) ধর্ম ভিত্তিক রাষ্ট্র পাকিস্তান ভেঙ্গে হল বাংলাদেশ... এর মুলেই ছিল ধর্মনিরপেক্ষতা
২) স্বাধিন বাংলাদেশে বঙ্গবন্ধু তার প্রথম ভাষনে ঘোষনা দিলেন - "আমরা হলাম দ্বিতীয় ভৃহত্তম মুসলিম রাষ্ট্র..."
৩) বঙ্গবন্ধু বেচে থাকা অবস্থাতেই বিদায়ি সম্ভাষন "জয় বাংলা" থেকে হল "খোহাহাফেজ"... সেতা আবার উটের পিঠে করে কখন যেন হয়ে গেল "আল্লাহ হাফেজ"
৪) ওয়াইসি তে আমরা ৭৫ এর আগেই যোগ দিলাম
৫) ঘোষক সাহেব "বিসমিল্লাহ" ঢুকালেন সংবিধানে
৬) পুনরবাসিত করলেন দেশ-বিরোধীদের
৭) মাফ করলেন তাদের যারা ছিলেন চিহ্নিত যুদ্ধাপরাধি (আর ঘটনা ক্রমে বঙ্গবন্ধুর ঘাড়ে পড়লো সব দোষ)
৮) শাহ আজিজ হল প্রধান মন্ত্রি
৯) সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা উঠানো হল এরশাদের আমলে -
ব্যাস - কেল্লা ফতেহ। এরপর তো আর কোন বাধা থাকে না - তাই না? সব ধর্ম-ভিত্তিক রাজনৈতিক দল ই লাইসেন্স পেল - ভোটে গেল - বড় দলগুলোর সাথে এক-ই মঞ্চে এসে দাড়াল... অবস্থাটা এখন এমন যে প্রধান ইলেক্সন কমিশনার বলছেন - আপনারাই তো এই অবস্থা করেছেন - এখন বলেন আমরা কি করতে পারি..."ভাবখানা এমন যেন উনারা যদি না করতেন, তাহলে অবশ্যই জামাতের রাজনিতি না করার দাবি মেনে নেওয়া হত! কিন্তু, এই টোপ তো আমাদের রাজনৈতিক দলগুলোই তুলে দিয়েছে, তাই না? কিন্তু - আসল কথা হল... গনতন্রের সাথে ধর্ম-ভিত্তিক রাজনিতি যা নাকি ইসলামি শাষন্তন্র কায়েম করতে চায় সেতা কখনই যায় না। আল্লাহর তন্র আর মানুষের তন্র কি এক হতে পারে - আপনারাই বলেন।ইতিহাসের পাতায় আমাদের হেরে যাওয়ার ইতিহাসই ভর্তি... ছবি গুলো সেতাই বলে দিচ্ছে... তাও আবার স্বাধিনতার ৩৮ বছর পর!!!